ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে গুগলের ভূমিকম্প শনাক্ত অ্যালার্ট সিস্টেম চালু

গুগল বাংলাদেশে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু করেছে। এ ফিচারটি দেশে ভূমিকম্প শনাক্ত এবং ভূমিকম্প নিয়ে মানুষকে সতর্ক করতে সহায়তা করবে। ব্যবহারকারীরা সার্চের মাধ্যমে এবং সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ভূমিকম্প সম্পর্কিত আগাম সতর্কবার্তা পাবে।

পাশাপাশি ভূমিকম্পের পর করণীয় বিষয়গুলো সম্পর্কেও এ ফিচার থেকে মানুষ বিভিন্ন তথ্য পাবেন। এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এ ফিচারটি কাজ শুরু করে ২০২০ সালের আগস্টে।

তখন ফিচারটি নিউজিল্যান্ড এবং গ্রিসে প্রথমবারের মতো চালু হয়। এটি বর্তমানে কাজাখস্তান, কিরগিজস্তান, ফিলিপাইন, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তানে চালু রয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন