সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) উদ্যোগে “রাসায়নিক ও বিপদজনক পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যে শিল্প নিরাপত্তাঃ চট্টগ্রাম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) দুর্ঘটনার অভিজ্ঞতা” শীর্ষক মিডিয়া ব্রিফিং-এর আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার বেলা ১১টায় সিপিডি কার্যালয়, বাড়ি ৪০সি, সড়ক ১১ (নতুন) ২৮ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সিপিডি।
উল্লেখ্য, গত ৪ জুন ২০২২ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে রাসায়নিক ও বিপদজনক পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যের শিল্প নিরাপত্তার বিষয়টি নানা মহলে ব্যাপকভাবে আলোচিত হয়। সাম্প্রতিককালের এসব অগ্নি দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে এবং একইসাথে সম্পদেরও ক্ষতি হচ্ছে। এর ফলে দেশের উদীয়মান শিল্পের বিকাশ বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশের উত্তরোত্তর শিল্পায়নে রাসায়নিক ও বিপদজনক পণ্যের ব্যবহার বাড়ছে। এর সঙ্গে এসংক্রান্ত শিল্প নিরাপত্তার বিষয়টি সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার। এসব বিষয়ের প্রেক্ষিতে সিপিডি উপরোক্ত বিষয়ে এই মিডিয়া ব্রিফিংটি আয়োজন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্রিফিংটি সিপিডি’র ফেসবুক পেজ (www.facebook.com/cpd.org.bd/) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
আনন্দবাজার/টি এস পি