ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

থামছে না পতন

পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেন কমে ৫শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। অপরদিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন কমে ১৩ কোটি ঘরে চলে এসেছে। এদিন উভয় স্টকের সব ধরনের সূচক পতন হয়। এদিন পতন হয় দুই স্টকের ৯০ শতাংশ কোম্পানি শেয়ার ও ইউনিট দর। বিভিন্ন মহলের শত চেষ্টায় পুঁজিবাজার উত্থানে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

তারা বলেন, রেগুলেটরদের নানান উন্নয়নে পর কয়েকদিন পুঁজিবাজার ভাল দেখালে পরের কয়েক দিন মন্দায় থাকে। উত্থান-পতনের এ বৃত্তে পুঁজি হারানোর রেকর্ড বেশি। রেগুলেটরদের কোন উন্নয়নেই সোজা হয়ে দাঁড়াতে পাচ্ছে না পুঁজিবাজার। ঘুরে ফিরে পতন দীর্ঘ হওয়ায় অন্ধকারে তলিয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের পুঁজি। অবশ্য মাঝে মাঝে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্তৃপক্ষদের বিভিন্ন আশ্বাসে হঠাৎ করেই পুঁজিবাজার ভালো হয়। সেই আশ্বাসে কয়েক কার্যদিবস ঘুরেও দাঁড়ায় পুঁজিবাজার। কিন্তু দিন বদলে ঘুরেফিরে পুঁজিবাজার ফের পতনে গড়াগড়ি। সেই ধারায় গত রবিবারের মতো গতকাল সোমবারও পুঁজিবাজার পতন লেনদেন শেষ হয়। এধরনের পতন বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাচ্ছে বিনিয়োগকারীরা বলে জানান তারা।

দুই স্টকের ৯০ ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে ডিএসইর ৯৩ দশমিক ৭২ শতাংশ এবং সিএসইর ৮৭ দশমিক ৫৪ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরে পতন হয়েছে। অপরদিকে ডিএসইর ৩ দশমিক ১৪ শতাংশ এবং সিএসইর ৫ দশমিক ৭২ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়েছে।

ডিএসইতে এদিন সব খাতের কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এর মধ্যে বিমা, জ্বালানি শক্তি, আইটি, সিমেন্ট, পাট, পেপার, সেবা আবাসন এবং টেলিকম খাতের শতভাগ কোম্পানির শেয়ার শেয়ার দর পতন হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ৯৭ শতাংশ, বস্ত্র ৯৫ শতাংশ, খাদ্য আনুষঙ্গিক ৯৫ শতাংশ, বিবিধ ৯৩ শতাংশ, ওষুধ রসায়ন ৯০ শতাংশ, চামড়া ৮৩ শতাংশ, সিরামিক ৮০ শতাংশ, নন ব্যাংকিং আর্থিক ৭৮ শতাংশ, ব্যাংক ৭৮ শতাংশ, ফান্ড ৭৫ শতাংশ এবং ভ্রমন অবসর খাতের ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। শেয়ার দর পতনের একই চিত্র ছিল পুঁজিবাজার সিএসইতে।

ডিএসইতে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২টির, কমেছে ৩৫৮টির এবং পরিবর্তন হয়নি ১২টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১৬ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৩৫ দশমিক ৮৩ পয়েন্ট এবং ১ হাজার ৩৫৯ দশমিক ৬৩ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইতে এদিন (সোমবার) লেনদেন হয়েছে ১৩ কোটি ৬১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭টির, কমেছে ২৬০টির এবং পরিবর্তন হয়নি ২০টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪২ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮০ দশমিক ৯৩ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ৪০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭৪ দশমিক ১৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৪৬ দশমিক ১১ পয়েন্ট এবং সিএসআই সূচক ১৪ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১৩ হাজার ৪০৫ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১০ হাজার ৯৫৩ দশমিক ৪৩ পয়েন্ট এবং ১ হাজার ১৫৫ দশমিক ৩৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ২৬ কোটি ৬৫ লাখ টাকা, ফরচুন সুজ ১৯ কোটি ৩৪ লাখ টাকা, গ্রামীনফোন ১৪ কোটি ৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ১৩ কোটি ৮৮ লাখ টাকা, কেডিএস ১১ কোটি ৭১ লাখ টাকা, তিতাস গ্যাস ১১ কোটি ২৫ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ৭ কোটি ৯৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৭ কোটি ৮০ লাখ টাকা এবং এইচআর টেক্সটাইল ৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে সিএসইতে ইউনিয়ন ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ইউনিয়ন ব্যাংক ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ৭২ লাখ টাকা, তিতাস গ্যাস ৬০ লাখ টাকা, বেক্সিমকো ৫০ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ৪৬ লাখ টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ৪৬ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৪১ লাখ টাকা, এসবিএসি ব্যাংক ৪০ লাখ টাকা, এডিএন টেলিকম ৩৩ লাখ টাকা এবং বিট্রিশ আমেরিকান টোব্যাকো ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন