রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার আসছে ‘অচিন পাখি’

সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এয়ারলাইনসের বহরে একের পর এক ড্রিমলাইনার যুক্ত হয়ে সমৃদ্ধি বাড়িয়েই চলেছে। এবার যুক্ত হলো ‘সোনার তরী’ নামের নতুন আরেকটি ড্রিমলাইনার উড়োজাহজ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে উড়াল দিয়ে অত্যাধুনিক ৭৮৭-৯ মডেলের এই উড়োজাহাজ শনিবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন ।

ঠিক একই মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ ‘অচিন পাখি’ আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশে পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তিনি।

মোকাব্বির হোসেন আরও জানান “এ দুটি নিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা হবে মোট ১৮ টি। নতুন এই ড্রিমলাইনারগুলো লন্ডন, সৌদি আরবে চলাচল করবে।”

এছাড়া নতুন দুটি বোয়িংয়ের প্রতিটিতে আসন সংখ্যা রয়েছে ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  জুলাই থেকে ভ্যাকসিন আসবে -প্রধানমন্ত্রীর

সংবাদটি শেয়ার করুন