ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ঘর পাচ্ছে ১০৯ ভূমিহীন পরিবার

মিরসরাইয়ে ঘর পাচ্ছে ১০৯ ভূমিহীন পরিবার
  • ভূমি ক্রয়ের বরাদ্দ ৩ কোটি ৬৪ লাখ টাকা
  • ঘরপ্রতি বরাদ্দ ২ লাখ ৫৯ হাজার টাকা
  • আগামী ২১ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে নতুন করে ঘর পাচ্ছে ১০৯টি ভূমি ও গৃহহীন পরিবার। তবে তারা কোন খাস জমিতে নয়, ঘর পাচ্ছে সরকারের কেনা জায়গায়। সোমবার (১৮ জুলাই) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নে কিছমত জাফরাবাদ এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ নাজমুল আহসান, রেবিনিউ ডিপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমাহ মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, মিরসরাইয়ে সর্বশেষ জরিপ অনুসারে ৪১০টি ভূমিহীন পরিবার রয়েছে। তম্মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২০টি পরিবারকে ২ শতাংশ জমির ওপর ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই আরো ১০৯টি ভূমিহীন পরিবারকে সরকারি অর্থায়নে কেনা জমিতে ঘর দেয়া হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মিরসরাইয়ে বর্তমানে ৪১০ টি ভূমিহীন পরিবার রয়েছে। এদের মধ্যে কয়েক ধাপে ৯৫ জনকে ঘর দেয়া হয়েছে। আগামী ২১ জুলাই আরো ১০৯জন ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে।

এদিকে সোমবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসন মমিনুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, মিরসরাইয়ে খাস জমির স্বপ্লতা থাকায় ২ একর ৬০ শতক জমি ক্রয়ের জন্য তিন  কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু ৩ কোটি ৪৯ লাখ টাকায় ২ একর ৬০ শতক জমি কিনে বাকি টাকায় প্রকল্প কার্যালয়ে ফেরত দেয়া হয়। আগামী ২১ জুলাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় ১০৯টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংবাদটি শেয়ার করুন