বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
পদ্মা সেতুর প্রভাব--

পর্যটকের দ্বিগুণ ঢলে সাগরকন্যা

পর্যটকের দ্বিগুণ ঢলে সাগরকন্যা
  • আয়ও বেড়ে গেছে দ্বিগুণ, খুশি ব্যবসায়ীরা
  • হোটেল মোটেল শতভাগ বুকিং, অভিজাত পর্যটক বেশি 

পদ্মা সেতু খুলে দেয়ায় এবার গত কোরবানির ঈদের চেয়ে কুয়াকাটায় পর্যটকদের আগমন ঘটছে দ্বিগুণের বেশি। পর্যটক সংশ্লিষ্ট কুয়াকাটার ব্যবসায়ীরা মনে করছে পদ্মা সেতু খুলে দেওয়ার কারণে দর্শনার্থীর ভিড় লেগে রয়েছে বেশি। কোরবানির দ্বিতীয় দিন থেকে এখন পর্যন্ত কুয়াকাটায় হোটেল মোটেল শতভাগ বুকিং রয়েছে। যা গতবছরের চেয়ে দ্বিগুণ বলে জানান কুয়াকাটায় পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা আরও জানান, এবছর ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে আসা পর্যটকদের সংখ্যা অনেক বেশি ছিলো।

কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক কে এম বাচ্চু জানান, গত বছরের চেয়ে এবছর পর্যটকদের আগমন দুইগুণ বাড়ছে। এবছর ধনাঢ্য ও সৌখিন ব্যক্তিদের আগমন বেশি এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরছে বেশি। এবছর আয় গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি হয়েছে।

খেপুপাড়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক আজাদ শরীফ জানান, পর্যটকদের সংখ্যা অনেক বেশি, বেচাকেনা গত বছরের চেয়ে দ্বিগুণ। এ ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতে পারবো।

বৈশাখী হোটেলের মালিক ইমাম হোসেন কাজী জানান, গত বছরের তুলনায় এবছর হোটেলে খাবারের বিক্রি দ্বিগুণের বেশি। খাবারের গুণগতমানেও পর্যটকরাও খুশি।

খেপুপাড়া হোটেলের মালিক রুহুল আমিন জানান, গত বছর তেমন চাপ ছিলো না। এবছর ঈদের দ্বিতীয় দিন থেকে টানা সাতদিন ধরে কুয়াকাটায় হোটেল মোটেল শতভাগ বুকিং রয়েছে। ব্যবসাও গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে।

আরও পড়ুনঃ  বিমানে সবার জন্য ৫০% মূল্য ছাড়

সমুদ্র বাড়ি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম মিরন জানান, এবছর কোরবানির ঈদে পর্যটকদের আগমন প্রায় দ্বিগুন। এবার সরকারি ছুটির দিন শেষ হলেও কুয়াকাটায় পর্যটকদের সংখ্যা রয়েছে অনেক। গত বছর তিনদিন শতভাগ হোটেল বুকিং থাকলেও এবছর এখন পর্যন্ত শতভাগ বুকিং রয়েছে।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (কুটুম) সভাপতি নাসির উদ্দিন বিপ্লব জানান, কুয়াকাটায় গত এক সপ্তাহে পর্যটনে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখেছে।

ট্যুর অপারেটর আ্যাসোসিয়েশন অফ কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় পর্যটক সংশ্লিষ্ট সব ব্যবসায়ী ঈদ পরবর্তী সময় প্রায় পঞ্চাশ কোটি টাকা আয় করেছে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, কুয়াকাটায় একসাথে প্রায় বিশ হাজার পর্যকদের সেবা পেতে পারে। তাছাড়া পর্যটক বাড়লে ইকো ট্যুরিজমের ব্যবস্থা রাখা আছে। পদ্মা সেতু উদ্বোধনের ফলে এবছর পর্যটক গত বছরের চেয়ে অনেক বেড়েছে। ব্যবসায়ীরা সবাই লাভের মুখ দেখেছে।

সংবাদটি শেয়ার করুন