রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফিদেল কাস্ত্রোর পর কিউবার প্রধানমন্ত্রী মারেরো

দীর্ঘ ৪৩ বছর পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পেল কিউবা। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে  নিয়োগ দিয়েছেন। বৈপ্লবিক নেতা ফিদেল কাস্ত্রো ১৯৭৬ সালে প্রধানমন্ত্রীর পদ বাতিল করেছিলেন। তারপর থেকে দেশটি প্রধানমন্ত্রী ছাড়াই চলছিল।

চলতি বছরই নতুন সংবিধান পাস হয়েছে কিউবায়। এই নতুন সংবিধান অনুসারেই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় ৫৬ বছর বয়সী ম্যানুয়েল মারেরোকে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে দেশটির প্রেসিডেন্টকে।

তবে সমালোচকরা একে একটি সাজানো ঘটনা বলে আখ্যায়িত করেছেন। কারণ কিউবার কমিউনিস্ট পার্টি এবং দেশটির সেনাবাহিনীই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাতে তেমন কোনো ক্ষমতা থাকছে না।

 

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  সময় এখন অর্থনৈতিক কূটনীতির: প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন