সাপ্তাহিক ও ঈদের ছুটিসহ মোট চার দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার এবিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
ছুটি প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ঈদে উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম চারদিন বন্ধ থাকবে।
জানা যায়, ঈদের আগে গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবস। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর কোরবানির ঈদ উপলক্ষে রবিবার ও সোমবার দুদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে সরকারি ছুটির পর আগামি মঙ্গলবার থেকে ব্যাংকের লেনদেন শুরু। ওইদিন থেকে পুঁজিবাজারেও লেনদেন শুরু হবে।