ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শীতে দাম বেড়েছে পোশাকের

রাজধানীসহ সারা দেশে শীতের প্রকোপে কাপঁছে মানুষ। আর এ শীতের হাত থেকে রেহাই পেতে ক্রেতারা ভিড় জমিয়েছে ফুটপাত এবং সব পোশাক মার্কেটে। এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

শনিবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, মাফলার, শাল, চাদর, কার্ডিগান, হাতমোজা ও কানটুপিসহ বিভিন্ন ধরনের গরম পোশাক বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে নারীরা তাদের বাচ্চাদের জন্য গরম পোশাক কিনতে ছুটছেন দোকানে।

রাজধানীর নিউমার্কেটে শীতের পোশাক কিনতে আসা এক ক্রেতা জানান, তার ছোট দুই ছেলেমেয়ের জন্য পোশাক কিনতে এসেছেন। কয়েক দোকান ঘুরেও পছন্দমতো পোশাক কিনতে পারেননি। তিনি বলেন, শীত না পড়ায় এ বছর নতুন পোশাক কেনা হয়নি। বাসায় গত বছরের যে পোশাকগুলো ছিল সেগুলো পরেই চলছিল। কিন্তু হঠাৎ করে শৈত্যপ্রবাহ চলায় বাচ্চাদের জন্য নতুন করে শীতের পোশাক কিনতে হচ্ছে। আর হঠাৎ শীত পড়ায় সুযোগ বুঝে দোকানিরা পোশাকের মূল্য বাড়িয়ে দিয়েছেন।

রাজধানীর নিউমার্কেটে আসা ফকরুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলে; একজনের বয়স ১২, আরেক জনের সাত বছর। কয়েকটি দোকান ঘুরে দুটি জ্যাকেট কিনেছি। একটির মূল্য এক হাজার ২০০ টাকা, আরেকটির মূল্য এক হাজার টাকা। গত বছরের চেয়ে এ বছর মূল্য বেশি মনে হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মৌচাক মার্কেটে আসা শারমিন আক্তার নামে এক গৃহবধূ বলেন, ‘শীত বেশি পড়ায় শীতের কাপড় কিনতে এসেছি। যদিও এ বছর শীতের পোশাক কেনার ইচ্ছা ছিল না। যে পোশাক ছিল তা দিয়েই শীত পাড়ি দেব ভেবেছি। কিন্তু শীতের তীব্রতা বেশি হওয়ায় মার্কেটে আসতে হলো। হঠাৎ শীত পড়ায় সব মানুষ একসঙ্গে মার্কেটে আসায় দোকানিরাও পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন।’

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন