টি-২০ সিরিজ ড্রয়ের মাধ্যমে শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০মিনিটে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ টি-২০।
বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাবার পর দ্বিতীয় টি-২০তে দারুণ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ রানের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।
টেস্ট সিরিজে ব্যাটিং নিয়ে চিন্তা ছিলো বাংলাদেশের। টি-২০ সিরিজেও একই রোগে ভুগছে টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করেছিলো বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের টার্গেটে ৬ উইকেটে ১৫৮ রান করে বাংলাদেশ।
গত ম্যাচে জবাব দিতে নেমে শুরুতেই ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিলো বাংলাদেশ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বাংলাদেশকে খেলায় ফেরান দুই ব্যাটার সাকিব আল হাসান এবং আফিফ হোসেন। আফিফ আউট হবার পর একাই লড়াই করেছিলেন সাকিব।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, টি-২০তে হোয়াইটওয়াশ এড়াতে হলে দল হিসেবে খেলতে হবে।
তিনি বলেন, আমরা সব সময়ই ম্যাচ জয়ের জন্য মনোনিবেশ করি। তবে টি-২০তে জিততে হলে আমাদের মতো একটি দলকে ইউনিট হিসেবেই খেলা উচিত। সবার নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে হবে। যা বুঝলাম, দল হিসেবে খেলাই আমাদের বড় শক্তি। আমরা যদি তা না করতে পারি, তাহলে আমাদের পক্ষে ম্যাচ জয় সম্ভব নয়।
মাহমুদউল্লাহ আরও বলেন, আপনি যদি আমাদের পেছনের দিকে তাকালে দেখবেন, আমাদের শুরুটা ভাল হলে আমরা ভাল করি। ভালো শুরু করতে হলে সকলেরই ন্যূনতম অবদান থাকা উচিত। আমি বলছি না, আমরা জয়ের পথে ফিরতে পারবো না। তবে ভালো শুরু করলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, আনামুল হক, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মায়ার্র্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস (উইকেটরক্ষক), হেইডেন ওয়ালশ, ডোমিনিক ড্রাকস (রিজার্ভ)।
আনন্দবাজার/টি এস পি