- এবার ‘ঘ’ ইউনিটে ৯১ শতাংশ ফেল
ফেলের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এ পর্যন্ত ৪টি ইউনিটের প্রকাশিত ফলে দেখা যায় গড়ে ৮৮ শতাংশই ফেল করেছে। অবশ্য এ ফেলকে ভিন্নদিকে ঠেলে দিয়েছেন খোদ উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। তিনি ফেলকে স্ক্রিনিং বলে আখ্যায়িত করে সকলের দৃষ্টি ঘুরিয়ে দিতে চান। গতকাল মঙ্গলবার ঘ ইউনিটের যে ফল প্রকাশিত হয়েছে তাতে ৯১.৪২ শতাংশই ফেল করেছে।
এর আগে গত ৪ জুলাই ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে ৮৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থীই ফেল ও ১০ দশমিক ৩৯ শতাংশ পাস করে। এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৬৮৯ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন। পাস করেছেন মাত্র ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী। গত ৩ জুলাই “গ” ইউনিটে ফেল করেছে ৮৫.৭০ শতাংশ ও পাশ ১৪.৩০। ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৮৯ জন।
গত ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে ফেল করে ৯০.১৩ শতাংশ ও পাশ ৯.৮৭ শতাংশ। ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ। বিজ্ঞান বিভাগে ১ হাজার ১০১টি আসনের বিপরীতে পাস করেছে ৪ হাজার ৮১১ জন। বাণিজ্য বিভাগে ২৯৭ আসনের বিপরীতে পাস করেছে ১ হাজার পাঁচ জন। মানবিক বিভাগে ২৮ আসনের বিপরীতে পাস করেছে ২৯৫ জন।
এতে বিজ্ঞান বিভাগে ১২০ নম্বরের পরীক্ষায় নম্বর ১০৩ দশমিক ৯৫ পেয়ে প্রথম হয়েছে খন্দকার মোশাররফ ডিগ্রি কলেজে অনন্য গাঙ্গুলি, বাণিজ্য বিভাগে ৯৩ দশমিক ১ নম্বর পেয়ে প্রথম হয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আয়েশা জাহাজ সামিয়া, মানবিক বিভাগে ১০৩ দশমিক ৪৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী মো. তানজিদ হাসান আকাশ।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১টায় এই ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মনসুর আহাম্মদ, অনলাইন ভর্তি সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
যেভাবে ফল জানা যাবে
‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA<roll no> করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।
ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৭ জুলাই থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
আগামী ১৮-২৪ জুলাই সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথ পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। এছাড়া ফল নিরীক্ষণের জন্য ১০০০ ফি প্রদান সাপেক্ষে আগামী ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।