টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ও আউশনারা ইউনিয়নের সীমানায় মাদারিয়া নামক স্থানে সেতুটির অবস্থান। দক্ষিণ আউশনারা ও উত্তর মহিষমারা দুই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে সেতুটি তৈরি করা হয়। একসময় সেতু দিয়ে বহু মানুষ যাতায়াত করত এবং অনেকে কলা ও আনারস চাষিদের পরিশ্রমের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসত। প্রথমে এ রাস্তাদিয়ে ট্রাক, ট্রলি, সিএনজি, ইজিবাইক চলাচল করলেও বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে মানুষ হেঁটে চলাচল করতেও ভয় পায়।
স্থানীয়রা জানায়, ব্রিজ নির্মাণের পর কিছুদিন যেতে না যেতেই হালকা বৃষ্টির পানিতে রাস্তাটি ভেঙ্গে যায়। দুই ইউনিয়নের সীমানায় সেতুটির অবস্থান থাকায় কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাস্তা সংস্কারের কাজ করেননি। দীর্ঘদিন যাবৎ এভাবেই রাস্তাটি পড়ে রয়েছে অযত্ন আর অবহেলায়। এতে হলুদিয়া, মাদারিয়া, দক্ষিণ আউশনারা ও উত্তর মহিষমারা এলাকার মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। ভালো রাস্তা না থাকার কারণে এসব গ্রামের লোকজনকে অনেক পথ ঘুরে বাজারে আসতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সেতুটির পূর্ব পাশে একটু রাস্তা রয়েছে। তবে পশ্চিম পাশে কোনো রাস্তা নেই। রয়েছে শুধু জঙ্গলে ঘেরা পায়ের পথ। সেতু দিয়ে চলাচলের কোনো অবস্থা নেই। এমন অবস্থায় মানুষের চলাচলের সুবিধার জন্য অবিলম্বে রাস্তা সংস্কার প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।