ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গ্রেপ্তার আন্ত:জেলা ডাকাত দলের সদস্য রঙ্গলাল হালাদার ও মৃত্যুঞ্জয় হালদারকে আদালেত প্রেরণ করা হয়েছে এবং সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান কাউখালী থানার ওসি  মো: বনি আমিন।

গ্রেপ্তার রঙ্গলাল হালাদার (৩৪) জেলার স্বরুপকাঠী উপজেলার মাদ্রা গ্রামের রমেশ হালদারের পুত্র এবং মৃত্যুঞ্জয় হালদার (৩৫) একই গ্রামের সুখরঞ্জন হালদারের পুত্র।

কাউখালী থানার ওসি  মো: বনি আমিন জানান, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত হোসেনের বাড়ীতে গত ২৭ জুন ডাকাতি হয়। এ বিষয়ে গত ২৮ জুন কাউখালী থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়। মামলার সূত্র ধরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার পিরোজপুরের রাতে স্বরুপকাঠী থানার মাদ্রা গ্রামে থেকে রঙ্গলাল হালাদার ও মৃত্যুঞ্জয় হালদারকে গ্রেপ্তার করে।

ওসি বনি আমিন আরো জানান,কাউখালীর উত্তর হোগলা গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার রঙ্গলাল ও মৃত্যুঞ্জয় দুইজন সরাসরি ডাকাতির সাথে জড়িত এবং আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।

সংবাদটি শেয়ার করুন