বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা শনাক্তের হার বাড়ছে নরসিংদীতে

করোনা শনাক্তের হার বাড়ছে নরসিংদীতে

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩হাজার ৪শত ৩২ জন। তবে এক দিনে জেলায় নতুন করে কেউ মারা যাননি। গতকাল সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি–পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জন ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১০৬ জনের নমুনার মধ্যে ২৫ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২৬ জন রয়েছেন। এ ছাড়া শিবপুরে ৪ জন, পলাশে ১ জন করে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ।

এদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৯৩ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে সর্বোচ্চ ৪২ জন, পলাশে ১৩ জন, বেলাবতে ৯ জন, রায়পুরায় ৯ জন, মনোহরদীতে ১১ জন ও শিবপুরে ৯ জন মারা গেছেন।

জেলায় এখন পর্যন্ত ৭৩ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৭ হাজার ৩৮২ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া শিবপুরে ১ হাজার ৭৩৩ জন, পলাশে ১ হাজার ৮৩৫ জন, রায়পুরায় ৬৫৪ জন, বেলাবতে ৮৮৩ জন ও মনোহরদীতে ৯৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৯৩ জন।

আরও পড়ুনঃ  করোনাভাইরাস বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক আঘাত : ম্যালপাস

জেলা সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, এ মুহূর্তে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫৫ জন। এর মধ্যে করোনা ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন। এ ছাড়া নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৪৬২ জন।

সংবাদটি শেয়ার করুন