ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিস মঞ্চে জেমসের সুরে এক টুকরো বাংলাদেশ

পৃথিবীর সংস্কৃতি আর শিল্পের রাজধানী হিসেবে সমাদিত ফ্রান্স। ফ্রান্সে সংস্কৃতি ও শিল্পের হাওয়ার তালে তালে কম যায়নি এখানে বসবাসরত বাংলা ভাষা-ভাষি নাগরিক। প্রবাসের শত ব্যস্ততার আড়ালে প্যারিসের অদূরে স্তা স্টেডিয়ামে ২৬ জুন অনুষ্ঠিত হয় ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্ট অনুষ্ঠানের মধ্যে তৈরি হয়েছে একটুকরো বাংলাদেশ।

আয়োজক কমিটির অন্যতম প্রতিনিধি ও ফরাসী কাউন্সিলর বাংলাদেশী বংশদ্ভূত কৌশিক রাব্বানি খানের উপস্থাপনায় বাংলাদেশি শিল্পি গুরুখ্যাত নগর বাউল জেমসের সুরের মায়ায় ক্ষণিকে জন্ম নিলো দুষ্টছেলের দল, ছন্নছাড়ার দলের হারানো অতীত। সন্ধ্যার নিবু নিবু আলো আধারের খেলায় গান পাগল বাংলাদেশীরা খুঁজে পায় মাতৃভূমির অ্যামেজ।

এই অনুষ্ঠানে প্রথমে গিটারে সুর তুলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী ‘নয়া দামান’ খ্যাত মুজা। তারপর শিরোনামহীন ব্যাডের শিল্পিরা গেয়ে যায় এই অবেলায় তোমারি আকাশে নিরব আপোষে ভেসে যাই। প্রবাসে অন্তরিক্ষে জমাট বাধা ব্যথা গুলো ক্ষণিকে গানের যাদু হারায় অদূরে।

স্থানীয় সময় বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে কনসার্ট। এ সময় উপস্থিত ছিলেন প্যারিসে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠানের টিভি পর্দায় বাঙালি জাতির স্বপ্নের মোহনা পদ্মাসেতুর উদ্ভোদনের বার্তা ও জাতি কেন্দ্রীক ভ্রাতৃত্ব সৃষ্টির প্রয়াসে পদ্মাসেতুর অফিশিয়াল থিমসং প্রচার করা হয়। আয়োজক কমিটির অন্যতম সহযোগি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন জানান বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ দূতাবাস প্যারিস ও শাহ গ্রুপ, অফিওরা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন