শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজের দামে

প্রায় ছয় মাস ধরে দেশের বাজারে পেঁয়াজ সংকটের পর কিছুটা স্বস্তি এসেছে পেঁয়াজের দামে। আমদানি করা পেঁয়াজের সরবরাহ ও দেশি পেঁয়াজ বাজারে আসায় কমতে শুরু করেছে এর দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজ কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর টাউনহল বাজার, রায়ের বাজার, কৃষি মার্কেটসহ আরও কিছু বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সপ্তাহের ব্যবধানে এসব বাজারে আমদানি করা বার্মা পেঁয়াজ কেজিপ্রতি ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। দেশি নতুন পেঁয়াজ কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমে বর্তমানে তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। কেজিপ্রতি ২০ টাকা কমে গাছসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।

দাম কমেছে মিশর ও চীনা পেঁয়াজের। চীনা পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। আমদানি করা মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

তবে বাজারে দেশি পেঁয়াজ কম থাকলেও তা আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এ পেঁয়াজের দাম এখনও ২২০ থেকে ২৩০ টাকা চাওয়া হচ্ছে।

নাহার বেগম নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজ আমাদের অতিপ্রয়োজনীয় মসলা। তরকারিতে বাড়তি স্বাদ আনতে এর জুড়ি নেই। এখন দাম কমায় ভালো লাগছে। তবে দাম আরও কম হওয়া উচিত। তাহলে আমরা সাধ্যমতো কেনার সুযোগ পাবো।

এ বাজারের বিক্রেতা রতন বলেন, পেঁয়াজের দাম কমায় বিক্রি বেড়েছে। আর বিক্রি হলে লাভটাও বেশি হয়। এর আগে দাম বাড়তি থাকায় চাহিদার তুলনায় খুবই কম পেঁয়াজ নিয়েছেন ক্রেতারা।

আরও পড়ুনঃ  ধানের কাঙিক্ষত দাম পেয়ে খুশি কৃষকরা

অন্যদিকে টিসিবির ট্রাক সেলে পেঁয়াজ বিক্রি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজের দাম তুলনামূলক কম হওয়া টিসিবির ট্রাক সেলে আগের মতো ক্রেতার ভিড় চোখে পড়ছে না।

 

 

আনন্দবাজার/

সংবাদটি শেয়ার করুন