ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলশূন্যতে ড্র হলো এল ক্লাসিকো

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই গোলশূন্য ড্র হয়েছে। এর মধ্য দিয়ে ১৭ বছর পর ক্লাসিকো লড়াইয়ে গোল শূন্য ড্র হলো।

বুধবার (১৮ডিসেম্বর) রাতে ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে কাঁপিয়ে দেয়লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১৭তম ও ২৫তম মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা ।

বিপরীতে ৩১তম মিনিটে ব্লাউগ্রানারা সুযোগ পেলোও গোলে ব্যর্থ হয়। এভাবে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে গোলের কয়েকটি সুযোগ আসে দুই দলের সামনে। কিন্তু একটি সুযোগও কাজে লাগাতে পারেনি বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেস কিংবা রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, গ্যারেথ বেলরা। তাদের ব্যর্থতায় ড্র হলো বছরের সবশেষ ক্লাসিকো।

১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে রিয়াল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন