নতুন ম্যাকবুক এয়ার-এর আগেই বাজারে অভিষেক হতে যাচ্ছে অ্যাপলের এম সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপগুলোর ১৩ ইঞ্চি স্ক্রিনের নতুন ম্যাকবুক প্রো-এর মাধ্যমে।
আগামী ১৭ জুন থেকে নতুন এম২ ম্যাকবুক প্রো-এর প্রিঅর্ডার নেবে অ্যাপল।
চলতি মাসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’-তে নতুন এম২ চিপযুক্ত ম্যাকবুক এয়ার বেশি গুরুত্ব পেয়েছে। অ্যাপল একইসাথে নতুন ম্যাকবুক প্রো দেখালেও, অনেকটাই আড়ালেই রয়ে গিয়েছিল ল্যাপটপটি।
এম২ চিপের নতুন ম্যাকবুক ম্যাকবুক এয়ারের ছায়া থেকে বেরিয়ে আসছে। জুলাই মাসে ম্যাকবুক এয়ারের এম২ সংস্করণ বাজারে আসবে। আর শুক্রবারেই এম২ চিপের ১৩ ইঞ্চির নতুন ম্যাকবুক প্রো আসছে।
গত বছরে ম্যাকবুক প্রো-এর ১৪ এবং ১৬ ইঞ্চির মডেলে এম১ ম্যাক্স এবং এম১ আল্ট্রা চিপসেট যোগ করেছে অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ারে ‘অ্যাকটিভ কুলিং’ না রাখলেও ল্যাপটপগুলোর প্রো সংস্করণে এই সুবিধাটি রেখেছে নির্মাতা।
১২৯৯ ডলার থেকে এ ডিভাইসটির দাম শুরু হবে। এতে আট কোরের এম২ সিপিইউ, ১০ কোরের জিপিইউ, আট গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ থাকবে বলে জানিয়েছে সাইটটি।
আনন্দবাজার/টি এস পি