ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদের সন্ধান এখনো মিলেনি

সাদের সন্ধান এখনো মিলেনি

সাভারের সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী শামসুল আরেফিন সাদের সন্ধান মিলেনি এখনো। সে গত ৯ই জুন সকালে বাসা থেকে না বলে বেরিয়ে গেলে পরে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এইচ এম সাদাতের বড় ছেলে। এ বিষয়ে ড. সাদাত বলেন, গত ৯ই জুন ২০২২ সকাল সাড়ে ৬ টার সময় বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায়৷ তার ব্যবহৃত মোবাইল নম্বর এবং ফেসবুক মেসেঞ্জার বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি দেশের মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন, আপনারা যে কেউ আমার ছেলের সন্ধান পান দয়া করে আমার ০১৮২২৯২৪৬৯০ নাম্বারটিতে ফোন দিন।

ড. সাদাত বলেন, সাদের বয়স ১৫ বছর ৮ মাস, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। আমরা পারিবারিকভাবে ভেঙ্গে পড়িছি। যেকোন স্থানে ছেলেটির সন্ধান পেলে আমাদের জানাবেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন