ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নিপুন (২৬) নামে এক সাবেক ছাত্রলীগের সভাপতি নিহত হয়েছেন। গত বুধবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আকটেরচর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নিপুন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন ও সে একই উপজেলার রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে। চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল হাসান উৎস জানান, চরভদ্রাসন বাজারে ওষুধের ব্যবসা করতেন নিপুণ। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।
পথিমধ্যে সারেংডাঙ্গী নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাঁশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহতের সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিপুন নিহত হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।