ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতে নারীর মৃত্যু

বজ্রপাতে নারীর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে মাঠে চড়াতে দেয়া ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রোকেয়া বেগম (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুকুন্দি ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এসময়, খাদিজা বেগম (৩০) নামে আরও এক নারী গুরুতর আহত হন। নিহত রোকেয়া বেগম নারান্দী গ্রামের মৃত শহিদুল্লাহর স্ত্রী। আহত খাদিজা নিহত রোকেয়া বেগমের পুত্রবধূ।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বৃষ্টির সময় পুত্রবধূ খাদিজাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের ঘাসের জমিতে চড়তে দেয়া গৃহপালিত ছাগল আনতে যান রোকেয়া বেগম। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রোকেয়া এবং তাঁর পুত্রবধূ খাদিজা গুরুতর আহত হন। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে রোকেয়া বেগম মারা যান।

শুকুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদিকুর রহমান শামীম বলেন, বজ্রপাতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত নারী বর্তমানে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, রোকেয়া বেগম নামে ওই নারী বজ্রপাত হওয়ার সাথে সাথেই মারা যায়নি। বজ্রপাতের প্রভাবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতের মরদেহ তার বাড়িতেই আছে এখনও,  সেই সাথে পুলিশও ঘটনাস্থলে আছে।

সংবাদটি শেয়ার করুন