শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো

চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বুধবার (১৮ডিসেম্বর) রাতে মাঠে নামবে লা লিগার দুই শিরোপা প্রত্যাশী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।

ইতিমধ্যে লিগের ১৬ ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ সমান ৩৫ পয়েন্ট তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে বার্সেলোনা। দুই সপ্তাহের শীতকালীন বিরতির আগে একে অপরের থেকে ৩ পয়েন্টে এগিয়ে যাওয়ার প্রত্যশায় মাঠে নামবে দু’দল।

মৌসুমের অর্ধেক পথ পাড়ি দেয়ার দ্বারপ্রান্তে রয়েছে লা লিগার শীর্ষ দলগুলো। স্বস্তির বিষয় হচ্ছে জিদান ও ভালভার্দে এখন নিজ নিজ দলে মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছেন। এল ক্লাসিকো শুধুমাত্র দুই দলের দুই কাণ্ডারির মধ্যেই লড়াই নয়। এখানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখারও সূক্ষ্ম একটি লড়াই রয়ে গেছে। আর এই লড়াইয়ে যে এগিয়ে যাবে সে কিছুটা হলেও নিজেকে ও একইসঙ্গে দলকেই এগিয়ে রাখবে।

 

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ভালভার্দে বরখাস্ত, বার্সার নতুন কোচ সেঁতিয়েন

সংবাদটি শেয়ার করুন