ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ বছরেও গড়ে উঠেনি প্লাস্টিক শিল্পনগর

দীর্ঘ ১৩ বছরেও গড়ে উঠেনি পরিকল্পিত প্লাস্টিক শিল্পনগর। একের পর এক অগ্নিকান্ড এবং প্রাণহানির কারণে ২০০৬ সালে পুরান ঢাকা থেকে প্লাস্টিক কারখানা সরাতে সমঝোতা স্মারক সই হয়। প্লাস্টিক শিল্পনগর প্রতিষ্ঠা করে সেখানে কারখানাগুলোকে জমি দেওয়ার পরিকল্পনা ছিল সমঝোতা স্মারকে।

২০১৫ সালের ডিসেম্বরে অনুমোদিত এই প্রকল্পের কাজ গত জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি এর জমি অধিগ্রহণের প্রক্রিয়াই। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির পর বিষয়টি আবারো সামনে এসেছে।

প্লাস্টিক শিল্পনগর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর দাবি জমি অধিগ্রহণে জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে।

পুরান ঢাকার প্লাস্টিক কারখানাগুলোকে পরিকল্পিত শিল্পনগরে সরিয়ে নিতে বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি প্লাস্টিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছিলেন, মহাজোট সরকারের মেয়াদকালেই দেশে প্লাস্টিক শিল্পনগর স্থাপনের কাজ শেষ হবে। এ জন্য শিল্প মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিকের মাধ্যমে ইতোমধ্যে প্রকল্প এলাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলেও আলোর মুখ দেখেনি প্লাস্টিক শিল্পনগরী। বর্তমানে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিসিকের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন মো. মোস্তাক হাসান। সংশ্লিষ্ট ব্যক্তি সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ৭৮ জনের মৃত্যুর পর থেকে মন্ত্রণালয় ও বিসিক প্লাস্টিক শিল্পনগরের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

প্রস্তাবিত প্লাস্টিক শিল্পনগর হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশে ৫০ একর জমির ওপর। এই শিল্পনগর প্রকল্প ২০১৫ সালের ডিসেম্বরে অনুমোদিত হয়। ১৩৩ কোটি টাকা ব্যয়ে এই শিল্পনগরে ৩৭০টি প্লট তৈরি করা কথা রয়েছে। এতে প্রায় ৩৬০টি প্লাস্টিক কারখানা স্থাপন করার সম্ভব হবে।

প্লাস্টিক শিল্পনগর প্রকল্প পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, জেলা প্রশাসন জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করে এনেছে। এখন সর্বশেষ ৭ ধারার নোটিশ জারি করা হবে।জমি পাওয়ার পর দ্রুত কাজ করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন