ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স সন্দেহে রাজধানীর হাসপাতালে তুর্কি নাগরিক

মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইন্সে আকসি আলতে (৩২) নামে ওই ব্যক্তি ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সংবাদমাধ্যমকে জানান, বিমানবন্দরে দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইন্সে আসা একজন বিদেশি নাগরিককে ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, বিমানবন্দর থেকে প্রায় ১ ঘণ্টা আগে তাকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান জানান, একজন রোগীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। আইইডিসিআর এসে তাদের নমুনা নিয়ে গেছে। পিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না।

উল্লেখ্য, মাঙ্কিপক্স এক ধরনের ভাইরাল ইনফেকশন, যা পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার জঙ্গলের ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে। গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়াফেরত এক ব্যক্তির দেহে এই ভাইরাস শনাক্ত হয়। ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, মাঙ্কিপক্স বসন্তের একটি বিশেষ ধরণ। সংক্রামক হলেও রোগীর সংস্পর্শে না এলে এই রোগ ছড়ায় না। বিভিন্ন বানর জাতীয় প্রাণীর মাধ্যমে এটি ছড়ায়। এ ছাড়া শ্বাসনালি, শরীরে তৈরি হওয়া কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরে প্রবেশ করতে পারে মাঙ্কিপক্স ভাইরাস।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন