রাজবাড়ীতে মৃত্যুর ৩ মাস পরে ময়না তদন্তের জন্য মোশাররফ হোসেন মলমগীর নামে এক ইউপি সদস্যদের লাশ কবর থেকে উঠানো হয়েছে। নিহত মোশাররফ হোসেন মলমগীর রাজবাড়ি জেলা সদরের দাদশি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দাদশি মহম্মদপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
নিহতের বোন ও মামলার বাদি আলেয়া জামান জানান, গত ১৪ মার্চ আমার ভাই মোশাররফ হোসেন আলমগীর মারা যায়। তখন আমরা ভেবেছিলাম যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কদিন পরেই মলমগীরের স্ত্রী যুথি তার পরকিয়া প্রেমিকের সাথে মলমগীরের বাড়িতেই ধরা পরে। তখন জানা যায় মলমগীরের মৃত্যুর ১৫ দিন আগেই তার স্ত্রী গোপনে পরকীয়া প্রেমিককে বিয়ে করেছে। তারপর আমরা বুঝতে পারি মলমগীর কে তার স্ত্রী ও তার প্রেমিক হত্যা করেছে। পরবর্তীতে মামলা দায়ের করি ও লাশের ময়নাতদন্তের জন্য আবেদন করি। তার পেক্ষিতেই আজ মোশাররফ হোসেন মলমগীরের লাশ কবর থেকে উঠানো হলো। আমরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার চাই। রাজবাড়ী সদর থানার এস আই বোরহান উদ্দিন জানান, আদালতের নির্দেশে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।