ঢাকা | শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ ঘণ্টায়ও থামেনি আগুন, কনটেইনার থেকে বেরোচ্ছে ধোঁয়া

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো

এখনও জ্বলছে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো। ৪০ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বেশ কয়েকটি কনটেইনার এখনো দাউ দাউ করে জ্বলছে। আর ধোঁয়া বোরোচ্ছে অর্ধশতাধিক কনটেইনার থেকে।

ফায়ার সার্ভিস বলছে, সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। কারণ জ্বলন্ত কনটেইনারগুলোর পাশে একটি কনটেইনারে কেমিক্যাল থাকতে পারে।

সোমবার (৬ জুন) দুপুর ১টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন।

তিনি বলেন, কেমিক্যাল থাকার কারণে দীর্ঘক্ষণ পার হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আসছেনা। তাছাড়া এখনো একটি কেমিক্যালযুক্ত কনটেইনার জ্বলছে। আগুন কখন নেভে তা সময় ধরে বলা কঠিন।

সরেজমিনে দেখা যায়, ডিপোর পশ্চিম পাশে এখনও কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ওপর ফায়ার সার্ভিসের সদস্যরা অনবরত পানি ছেটাচ্ছেন। এছাড়া অর্ধশতাধিক কনটেইনার থেকে ধোঁয়া বেরহচ্ছে।

সীতুকুণ্ডের ওই ডিপোর আগুন নেভাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করে যাচ্ছে। এছাড়া ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সিপিপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন