শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেরা অভিনেতা ভিকি, অভিনেত্রী কৃতি

সংযুক্ত আরব আমিরাতে গতকাল বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে ‘সর্দার উধম’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্যাটরিনা কাইফের স্বামী অভিনেতা ভিকি কৌশল। আর ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর ট্রফি উঠেছে কৃতি স্যাননের হাতে।

জাকজমকপূর্ণ এবারের আসরে বলিউডের একঝাঁক তারকা যোগ দিয়েছিলেন। এ তালিকায় রয়েছেন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলী খান, নোরা ফাতেহি, শহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, তামান্না ভাটিয়া, ববি দেওল, গওহর খান, নার্গিস ফাখরি, উর্বশী রাউতেলা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সালমান খান, রিতেশ দেশমুখ ও মনীষ পল।

যারা পেলেন আইফা অ্যাওয়ার্ড-

সেরা অভিনেতা: ভিকি কৌশল (সর্দার উধম)

সেরা অভিনেত্রী: কৃতি স্যানন (মিমি)

সেরা সিনেমা: শেরশাহ

সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)

সেরা প্লেব্যাক গায়ক: জুবিন নওটিয়াল (রাতা লাম্বিয়া)

সেরা প্লেব্যাক গায়িকা: আজিজ কৌর (রাতা লাম্বিয়া)

সেরা লিরিক্স: কৌসর মুনির (লেহরে দো, ৮৩)

সেরা সংগীত পরিচালক: এ আর রহমান, শেরশাহ সিনেমার সংগীত পরিচালক তানিস্ক বাগচি, জ্যাসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মন্ত্রোস, বি প্রাক, জানি

সেরা নবাগত অভিনেতা: আহান শেঠি (তাড়প)

সেরা নবাগত অভিনেত্রী: শর্বরী ওয়াঘ (বান্টি আউর বাবলি ২)

সেরা গল্প অরিজিন্যাল: অনুরাগ বসু (লুডো)

সেরা গল্প: ৮৩

সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো)

সেরা সহ-অভিনেত্রী: সাই তামহাঙ্কর (মিমি)

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক আলমগীর

সংবাদটি শেয়ার করুন