আগুনে পুড়ে ৫ টিনের ঘর, ঘরের আসবাসপত্র, একটি মোটরসাইকেল, ১ লাখ ৪ হাজার টাকা নগদ অর্থ প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে তিন পরিবারের অবস্থান।
শুক্রবার দুপুর দেড়টার সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তি গ্রামের ইসমাইল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের আজির উদ্দীন ওরফে কালটুর ছেলে।
শুক্রবার জুমআর নামাজের শেষে ইসমাইল হোসেন বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় মসজিদের মুসল্লিরা সকলেই ও আশেপাশের লোকজন ছুটে আসে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর নিজেরাই আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়রা দাবি করেন ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন জানায়, আমি ও আমার ছোট ব্যাটারি চালিত ভ্যান চালাই। বড় ছেলে নসিমন গাড়ি চালাই। অনেক কষ্টের বাড়িঘর ও আসবাপত্র করেছিলাম। সবকিছু হারিয়ে যেন নিঃস্ব হয়ে গেছি।
ইসমাইলের বড় ছেলে রাজু বলেন, আমার বিদ্যুৎতের মিটার ঠিক আছে। রান্নাঘরে রান্না হয়েছে সকালে। কিভাবে আগুন লাগল কেউ জানি না। কারণ ওই সময় সকলেই বাহিরে ছিলাম।
ওই গ্রামের ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি তাদের প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সহযোগিতার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানায় জানিয়েছি।
ফায়ার লিডার প্রদীপ চন্দ্র সরকার জানায়, চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ার কারণে আমরা যাওয়ার আগেই সব পুড়ে গেছে।