ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ মাসেই স্বর্ণ ক্রয়ের চাহিদায় নতুন রেকর্ড

গত বছর কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় রেকর্ড ছুঁয়েছিল। দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মূল্যবান ধাতুটির চাহিদা বেড়ে ৫ দশকের সর্বোচ্চে পৌঁছেছিল। চলতি বছরও চাহিদা প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রয়েছে।

২০১৯ সালের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের সম্মিলিত চাহিদা আগের বছরের রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে বছর শেষে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড হতে যাচ্ছে। খবর কিটকো নিউজ ও মার্কেট ওয়াচ।

যুক্তরাজ্যের পণ্যবাজার-বিষয়ক বিশ্লেষক ম্যাথু টার্নার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে ৫৫০ টন স্বর্ণ কিনেছে। গত বছর এসব ব্যাংক ৫৩৭ টন স্বর্ণ কিনেছিল। সে হিসাবে চলতি বছরের প্রথম ১০ মাসেই কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদা গত বছরের সম্মিলিত পরিমাণের তুলনায় ১৭ টন বেশি ছিল।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি  তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে ১৫৭ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময় মূল্যবান ধাতুটির সম্মিলিত চাহিদা ছিল ৮৪ দশমিক ৮ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদা বেড়েছে ৭২ দশমিক ২ টন।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এসে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের সম্মিলিত চাহিদা দাঁড়িয়েছে ২৩৪ দশমিক ৩ টনে। আগের বছরের একই প্রান্তিকে তা ছিল ১৫২ দশমিক ৮ টন। ফলে বছরের ব্যবধানে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে ৮১ দশমিক ৫ টন। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসে স্বর্ণের চাহিদায় নিম্নমুখী প্রবণতা বজায় ছিল।

ম্যাথু টার্নার বলেন, বছরের শুরু থেকে চীন ও রাশিয়া কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ ক্রয় বাড়িয়ে দিয়েছিল। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির চাহিদায়। চাহিদা বেড়ে স্বর্ণের দামও চাঙ্গা হতে শুরু করেছে।

তিনি জানান, বছরের দ্বিতীয়ার্ধে এসে উভয় দেশই স্বর্ণ কেনা কমিয়ে দিয়েছে। নিজেদের উত্তোলনকারীদের রফতানিতে উৎসাহ দিচ্ছে রাশিয়া। একই সঙ্গে নিজস্ব খনিগুলো থেকে স্বর্ণ সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি। অন্যদিকে গত বছরের ডিসেম্বরের পর চলতি বছরের অক্টোবরে এসে চীনের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ ক্রয় শূন্যে নামিয়ে এনেছে। তবে এটা সাময়িক। ক্রয় কমালেও বছরের শুরুর দিককার বাড়তি চাহিদার জের ধরে জানুয়ারি-অক্টোবর সময়েই কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদা ৫ দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন