ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, তার দেশের অন্তত পাঁচ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া। সোমবার রাতে দেওয়া এক ভাষণে এই দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জেলেনস্কি জানান, তার দেশ থেকে চুরি করা খাদ্যশস্য এখন অবৈধভাবে অন্য কোথাও বিক্রি করার উপায় খুঁজছে মস্কো।

এর আগে সোমবার সিএনএন জানায়, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, চুরি করা ইউক্রেনীয় শস্য বোঝাই একটি রাশিয়ান জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটির প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, গত চার সপ্তাহের মধ্যে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ট্রিপ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজের উপস্থিতি দেখা যায়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন