বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও সৈন্য পাঠাতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী বলেন, যদি আরও প্রয়োজন হয়, আমরা জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনীয় সংখ্যক শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত।
আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারি বাসভবন গণভবন থেকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত,আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২-এ বক্তব্যদানকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২ এর প্রতিপাদ্য ‘জনগণের শান্তি অগ্রগতি: অংশীদারিত্বের শক্তি’-কে সামনে রেখে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও শক্তিশালী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শেখ হাসিনা বলেন, এটা সবসময় মনে রাখবেন, কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সকলের উচিত আত্মবিশ্বাসের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা। তবেই আপনারা সফল হবেন।
তিনি বলেন, আমরা কোনো সংঘাত বা যুদ্ধ চাই না। আমরা চাই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক।
আনন্দবাজার/টি এস পি