ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) ৭৫টি ওয়ার্ডেই ন্যূনতম ১টি করে গণশৌচাগার নির্মাণ করা হবে। আজ বুধবার নগরীর যাত্রাবাড়ী এলাকার জনপথ মোড়ে একটি গণশৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঢাদসিক মেয়র।
মেয়র তাপস জানান, ঢাকাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল বিশেষ করে যেসব জায়গায় গণপরিসর ও মানুষের আনাগোনা বেশি, সেসব স্থানে যেন পর্যাপ্ত গণশৌচাগার নির্মাণ করা হয়। সেই কার্যক্রম আরম্ভ করেছি। আমাদের লক্ষ্য ৭৫টি ওয়ার্ডে প্রথম পর্যায়ে ন্যূনতম যেন একটি করে গণশৌচাগার নির্মাণ করা যায়। পরবর্তীতে আমরা জরিপ করে আরো চাহিদা অনুযায়ী বৃদ্ধি করব।
মেয়র বলেন, আপনারা দেখেছেন ৫০ নম্বর ওয়াার্ডে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। এখানে পুরুষ ও মহিলারা আলাদা গণশৌচাগার ব্যবহার করতে পারবেন। এটি অত্যন্ত নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে।
নগরের ছিন্নমূল মানুষদের সুবিধার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ছিন্নমূল ও ভবঘুরেদের জন্য আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে। এছাড়াও ভবঘুরে এবং ছিন্নমূলদের পূর্নবাসনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।
আনন্দবাজার/টি এস পি