শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৫ জুন হজের ফ্লাইট শুরু

পবিত্র হজ পালনে আগামী ৫ জুন বাংলাদেশের ৫৭ হাজার মুসলমান নাগরিকের সৌদি আরব যাত্রা শুরু হচ্ছে।

আগামী জুলাই মাসের প্রথম ভাগে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। মহামারীর কারণে গত দুই বছর বিরতির পর বিদেশিরা এবার হজে যেতে পারছেন।

এবার বাংলাদেশ থেকে হজ ফ্লাইট ৩১ মে শুরুর পরিকল্পনা ছিল। তবে সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন তা শুরু হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

এদিন এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে।

এর আগে গতকাল সোমবার ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে বিমান মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল জানান, বিমান মন্ত্রণালয়ও প্রস্তুত। (৫ জুন ফ্লাইট শুরুতে) অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।”

তিনি আরও জানান, রুট টু মক্কা ইনিশিয়েটিভ’ উদ্যোগের আওতায় এবার হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায়ই সম্পন্ন হবে, ফলে তারা সেখানে গিয়ে আর বিড়ম্বনায় পড়বেন না।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  রূপগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

সংবাদটি শেয়ার করুন