ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

আইপিএলের অষ্টম আসরের নিলামে চূড়ান্ত করা হয়েছে ৩৩২ জন ক্রিকেটারের নাম। আর এই  তালিকায়  আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নাম।

প্রাথমিক তালিকায় নাম ছিল তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার ও তাসকিন আহমেদেরও। তবে চূড়ান্ত তালিকায় জায়গায় হয়নি তাদের। আর প্রাথমিক তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে মুশফিকের।

প্রাথমিক তালিকায় মোট ক্রিকেটারের সংখ্যা ছিল ৯৭১ জনের। পরে সেটা বেড়ে হয় ৯৯৭। এই ৯৯৭ থেকে ৩৩২ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়।

মোস্তাফিজের ভিত্তি মূল্য এক কোটি ভারতীয় রুপি (১,৪১,০০০ ডলার), বাংলাদেশিদের মধ্যে এটাই সর্বোচ্চ। মুশফিক এবং মাহমুদউল্লাহ’র ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি (১০,৬০০০ ডলার)। সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তি মূল্য ৫০ হাজার রুপি (৭০,৭০০ ডলার)।

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্য ধরা হয়েছে রবিন উথাপ্পার। তার মূল্য ধরা হয়েছে দেড় কোটি রুপি (২,১২,০০০ ডলার)।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন