ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশের দাম

শীতকালে সাগরে কম মাছ ধরা পড়ায় চট্টগ্রামে ইলিশের দাম ঊর্ধ্বমুখী। আর এ সংকটকে কাজে লাগিয়ে ঐ ইলিশ কেজিতে ১ থেকে দেড়শ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সরবরাহ কম থাকার কারণে বাড়তি রয়েছে সামুদ্রিক মাছের দামও। তবে, স্থিতিশীল রয়েছে দেশীয় মাছের দাম।

বন্দর নগরীর সবচেয়ে বড় মাছের বাজার ফিশারিঘাট। যেখানে প্রতিদিন সকালে ক্রেতা ও বিক্রেতাদের ধলে চাঙ্গা হয়ে ওঠে বাজার। ইলিশের মৌসুমে বাজারে প্রচুর ইলিশের দেখা মিলেছে। কিন্তু বর্তমানে বাজারে ইলিশ নেই বললেই চলে।

শীতকালে সাগরে কম ধরা পড়ে রূপালী ইলিশ। আর এরই কারণে যেসব ইলিশ বাজারে আছে তা বিক্রি হচ্ছে অনেকটা বাড়তি দামে। আগে থেকে কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ।

শীতকাল আসায় সাগরে কম ধরা পড়ছে সামুদ্রিক মাছ। আর মাছ কম ধরা পড়ায় বাজারে মাছের সংকট সৃষ্টি হয়েছে। সরবরাহ কম থাকায় আগের থেকে ২০ থেকে ৫০ টাকা বেশি বিক্রি হচ্ছে সকল ধরনের সামুদ্রিক মাছ।

জেলেরা জানায়, শীতের সময় মাছ সাগরে তলদেশে চলে যায় তাই জেলেদের মাছ ধরতে কষ্ট হয়ে যায়।

তবে অপরিবর্তিত রয়েছে দেশি মাছের বাজার। গত সপ্তাহের মতো আজকেও একই দামে বিক্রি হচ্ছে সকল দেশি মাছ।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন