ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটির সর্বসাধারণের জন্য টেলিমেডিসিন সেবা এবং হোম স্যাম্পল ডায়াগনস্টিক প্রদানের লক্ষ্যে ফেইথ প্রয়েন্ট হসপিটালের অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং অনলাইন টেলিমেডিসিন অ্যাপ ডকটাইম লিমিটেড- এর সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা স্বল্প মূল্যে টেলিমেডিসিন সেবা ও ডকটাইম অ্যাপ এর মাধ্যমে প্যাথলজি টেস্টের সেবা ঘরে বসেই নিতে পারবেন।
চুক্তি অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো: নাজমুল ইসলাম এবং ডকটাইম লিমিটেডের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসাইন। এছাড়া অনুষ্ঠানে ফেইথ প্রয়েন্ট হসপিটালের অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার- এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সবুর – চেয়ারম্যান, মোঃমহিউদ্দিন জামিল। মোঃমাহমুদুল হাসান সাগর। এইচআর মোঃ মেহেদী হাসান, মো: আরিফুর রহমান। ডকটাইম- এর পক্ষে উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার মনির হোসাইন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যোনেজার আরেফিন আহমেদ।
আনন্দবাজার/টি এস পি