ছুটির দিনে দর্শকদের মধ্যে খেলা দেখার আগ্রহ দেখা দিলেও টিকিট কিনতে হচ্ছে চড়া দামে। কারণ টিকিট নিয়ে কালোবাজারীরা শুরু করেছে নৈরাজ্য। প্রতিটি গ্যালারির টিকেট কিনতে অন্তত ২০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে দর্শকদের । কেননা কালোবাজারিরা পূর্বেই সকল টিকিট কিনে নিয়েছেন । তাই সাধারণ দর্শকদের টিকিট কিনতে হচ্ছে বেশি দামে।
এদিকে আগের আসর গুলোতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । এমনকি মাঠে খেলা শুরুর আগ থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ । কিন্তু এবারেরে আসরে মোটেও দর্শক টানতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ।
পরিবার নিয়ে খেলা দেখতে যাওয়া একজন দর্শক জানিয়েছেন, আমি বেলা ১২ টা বাজে এসেও টিকিট পাইনি। কাউন্টার থেকে বলে টিকেট নাকি শেষ হয়ে গেছে অথচ গেটের সামনে ব্লাকাররা হাতে ৪০ থেকে ৫০ টি করে টিকিট নিয়ে ঘুরঘুর করছে।
টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, স্টেডিয়ামের টিকিট বিক্রির প্রতিটি বুথই বন্ধ। আর একটি বুথে শুধু ভিআইপি টিকিট রয়েছে। অথচ ব্লাকের মাধ্যমে মিলছে সব গ্যালারির টিকিট।
আরও একজন দর্শক বলেন, এতো আগে এসেও টিকিট পাইনি, তাই ২০০ টাকার টিকিট ৪০০ টাকা দিয়ে কিনে খেলা দেখতে যাচ্ছি ।
আনন্দবাজার/এফআইবি