ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আট জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১২ জন এবং ছাড়প্রাপ্ত হয়েছেন ১৯৯ জন। কিন্তু চলতি বছরে দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

চলতি বছর ডেঙ্গু রোগীর সবশেষ তথ্য সংবলিত আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আটজনের বাড়ি ঢাকায়। এছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৩ জন। তবে ঢাকার বাইরে কোনো রোগী ভর্তি নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন