বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেন, তাকে হহত্যার ষড়যন্ত্র চলছে। গতকাল শনিবার শিয়ালকোটে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ দাবি করেন।

সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেছেন, একটি ভিডিওতে এই ষড়যন্ত্রে জড়িত সবকিছুর কথা আমি উল্লেখ করেছি। আমি এটি সম্পর্কে জানতাম এবং কয়েক দিন আগে এটা সম্পর্কে পুরোপুরি পরিষ্কার হয়েছি।

ভিডিও রেকর্ড করে রাখার কারণ সম্পর্কে তিনি বলেছেন, যদি আমার কিছু হয়ে যায়, আমি চাই দেশবাসী এটা জানুক যে, দেশের ভেতরে ও বাইরে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো।

তিনি আরও বলেন, ওই ভিডিওতে দেশের লুটেরাদের সঙ্গে কারা ষড়যন্ত্রে জড়িত তা তিনি ফাঁস করতে চেয়েছেন। তার দাবি, এই ভিডিও সব দেশদ্রোহীর মুখোশ খুলে দেবে এবং তাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে কার কী ভূমিকা, তা বেরিয়ে আসবে।

ইমরান খান বলেন, ষড়যন্ত্রকারীরা ইমরান খানকে তাদের পথের বাধা মনে করে এবং তাই আমাকে সরিয়ে দেওয়া প্রয়োজন তাদের। আর এ কারণেই আমি এই ভিডিও ধারণ করেছি। আমি মনে করি এটা জিহাদ, রাজনীতি নয়। আমি চাই আমার সঙ্গে যদি কিছু ঘটে যায় তবে এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত, তা যেন সব পাকিস্তানি জানতে পারেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশকে লুণ্ঠনকারী ও লুটেরাদের হাত থেকে মুক্ত করতে তিনি জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন। তার দলকে সমাবেশ থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে বলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনঃ  বিশ্বে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন