ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন তিন অনুষদের অনুমোদন পেল বুয়েট

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন তিনটি অনুষদের অনুমোদন দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। অনুমোদন পাওয়া অনুষদগুলো হচ্ছে, ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স।

এছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি নতুন ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকালে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন তিনটি অনুষদের অনুমোদন দিয়ে ইউজিসি গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।

বুয়েটে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনার কথাও জানান তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন