সুনামগঞ্জের দোয়ারাবাজারে আরও একটি বর্ডারহাট উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোগলা ইউনিয়নের সীমান্ত এলাকায় হাটটি উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং ভারতের সহকারী হাই-কমিশনার নীরজ কুমার জয় সোয়াল।
জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাগানবাড়ি-রিংকু বর্ডারহাট নামের নতুন হাটটি চালু হয়েছে। হাটে বাংলাদেশের ২৬টি এবং ভারতের ২৪ টি দোকান বসবে। প্রথমদিন হাটে দুই দেশের মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। দোকানিরা হাটে বাঁশজাত দ্রব্য, পান-সুপারি, সবজি, ফল, নানা জাতের মসলা, কাপড়, জুতা, প্রসাধন সামগ্রীসহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে।
উদ্বোধনের সময় সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জানান, বর্ডারহাট চালু হওয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার হবে। এখানে যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা রয়েছে সেটির জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অবৈধ কাজ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এর আগে ২০১২ সালের ৩০ এপ্রিল সুনামগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা বর্ডারহাট চালু হয়েছিল।
আনন্দবাজার/টি এস পি