মৌসুমের শুরুতে অধিনায়কত্ব পেয়েও নিজেকে প্রমাণ করতে পারলেন না জাদেজা। সাথে পুরো মৌসুমে বাজে ফর্মের পর এবার চোট নিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথ জানান, তার পাঁজরে চোট লেগেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলার সময়ই। আমাদের মাত্র দুই ম্যাচ বাকি আছে। সামনে তার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। তাই আমরা তাকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাই না।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের সবশেষ ম্যাচটিও মিস করেছেন জাদেজা। বিশ্বনাথ আরও জানান, সে (জাদেজা) ব্যাটিং ও বোলিংয়ের সময় ব্যথা অনুভব করছিল। তাই আমরা মনে করছি, তাকে বিশ্রামে রাখাই ভালো সিদ্ধান্ত হবে। আমরা বিসিসিআইকে (ভারতীয় বোর্ড) এ বিষয়ে জানিয়েছি।
এদিকে আইপিএলের ১৫তম আসরটা মোটেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু এখনো দুটি ম্যাচ বাকি আছে তাদের। ১১ ম্যাচে মাত্র চার জয়ে টেবিলের নয় নম্বরে আছে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
আনন্দবাজার/টি এস পি