শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে করছে কুমিল্লা

বিপিএলের চলতি আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।  টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ওয়ারিয়র্সের শ্রীলংকান অধিনায়ক দাসুন সানাকা।

বুধবার দুপুরে সিলেট সুপার স্টার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু বিপিএল। উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ মিঠুনের ব্যাটিং ঝড়ে ৪ উইকেটে ১৬২ রান করেন সিলেট। দলের হয়ে মিঠুন সর্বোচ্চ ৪৮ বলে অপরাজিত ৮৪ রান করেন ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের অসাধারন ব্যাটিং এ নির্ধারিত ওভারের এক ওভার আগেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। দলের জয়ে ৩৮ বলে ৬১ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল।

রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ শেহজাদ, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, জাকির হাসান, জুনায়েদ খান, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ রাব্বি ও সঞ্জিত সাহা।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দাসুন সানাকা, মুজিব-উর রহমান, ভানুকা রাজাপাকশে, আল আমিন হোসেন, ইয়াসির আলী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি ও মাহিদুল ইসলাম অঙ্কন।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  ফ্রান্স ফুটবল দল ছাড়ার সংবাদ ভুয়া : পগবা

সংবাদটি শেয়ার করুন