ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২৭০০ মিটার দৃশ্যমান পদ্মা সেতু

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণকাজ। আজ বুধবার (১১ ডিসেম্বর) সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর স্প্যান বসানো হয়েছে। এ নিয়ে সেতুটিতে সর্বমোট ১৮টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হলো। এখন সব মিলিয়ে পদ্মা সেতুর ২ হাজার ৭০০ মিটার অংশ দৃশ্যমান।

পদ্মা সেতু প্রকল্পের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ বেলা ১টার দিকে ১৮তম স্প্যানটি বসানো হয়েছে। মাত্র ২১ দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিয়ারের ওপর তিনটি স্প্যান বসানো হয়েছে এবং চলতি ডিসেম্বর মাসে আরো দুটি স্প্যান বসানো হবে।

সূত্র জানায়, পদ্মা সেতুর সর্বমোট ৪২টি পিয়ারের মধ্যে ৩৫টি পিয়ার নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী ২০ ডিসেম্বর ২১ ও ২২ নম্বর পিয়ারের ওপর একটি এবং ২৫ ডিসেম্বর ৩২ ও ৩৩ নম্বর পিয়ারের ওপর আরেক একটি স্প্যান বসানো হবে। বাকি ৭টি পিয়ার আগামী তিন মাসের মধ্যে নির্মাণ হবে। ৭টি পিয়ার নির্মাণের কাজ চলার পাশাপাশি অন্য পিয়ারগুলোতে স্প্যান বসানোর কাজ চলবে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন