শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুবরণকারীদের আর্থিক সহায়তা দিলো বিসিক

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

গতকাল বৃহস্পতিবার সকালে বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১) বিসিকে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুইজন কর্মকর্তা ও একজন কর্মচারীর মনোনিত উত্তরাধিকারীদের মাঝে অনুদানের (বিশ হাজার টাকা) চেক বিতরণ করেন।

এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের অধ্যয়নরত ছেলে মেয়েদের লেখাপড়ায় দায়িত্বগ্রহণ করবে বিসিক কর্তৃপক্ষ। শিক্ষা বৃত্তির মাধ্যমে মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের অধ্যয়নরত ছেলে মেয়েদের লেখাপড়ায় দায়িত্বগ্রহণের বিষয়ে বিসিক চেয়ারম্যানের নির্দেশনার প্রেক্ষিতে বিসিক কর্তৃপক্ষ এ সিদ্ধান্তগ্রহণ করেছে।

মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের যেকোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে বিসিক কর্তৃপক্ষ। এছাড়াও জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণকারী একজন কর্মচারীকেও বিশ হাজার টাকার বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ছয় মাস পর শর্ত দিয়ে খুলছে সিলেটের সব বিনোদনকেন্দ্র

সংবাদটি শেয়ার করুন