বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ষষ্ঠ দিন মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯

দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। এই অবস্থার মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৯৭ শতাংশ।

করোনায় এখন পর্যন্ত মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৪ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন।

এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  আত্রাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন