ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে যত্নে রাখবেন সিল্কের কাপড়

সিল্কের কাপড় অনেকেই পরতে পছন্দ করেন। কিন্তু এই ফেব্রিক বেশিদিন যত্নে রাখতে পারেন না অনেকেই। তাই চলুন জেনে নিই কিভাবে সিল্কের কাপড় যত্নে রাখবেন-

  • কিছু সিল্কের কাপড়ে আছে যেগুলো ড্রাইওয়াশ করতে হয়। এছাড়া অন্যগুলো কোমল পরিষ্কারক দিয়ে ধোয়া যায়।
  • সিল্কের কামিজ অথবা ব্লাউজ বানাতে চাইলে হাতায় ফলস ব্যবহার করতে হবে। কারন ঘামের কারণে কাপড়ের রং পরিবর্তন হতে পারে। সিল্কের কাপড় থেকে ঘামের দাগ তোলা কষ্টকর।
  • সিল্কের কাপড় ইস্ত্রি করার সময়ও সচেতন থাকতে হবে। ঘরে কাপড় ইস্তিরি করলে এর তাপমাত্রা যেন কম থাকে। সিল্কের কাপড়ের ওপর আলাদা অন্য কাপড় দিয়ে তার ওপর ইস্তিরি করা নিরাপদ।
  • আলো থেকে দূরে অন্ধকার এবং শুকনো জায়গায় সিল্কের কাপড় সংরক্ষণ করুন।
  • স্থায়ী ভাঁজ এড়াতে মাঝে মধ্যে আলমারি থেকে সিল্কের কাপড় বের করে ভাঁজ পরিবর্তন করে আবার গুছিয়ে রাখতে হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন