ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মস্কোতে নেচে-গেয়ে বৈশাখ উদযাপন

রাশিয়ার রাজধানী মস্কোতে নাচ-গানসহ নানা আয়োজনে বৈশাখ

রাশিয়ার রাজধানী মস্কোতে নাচ-গানসহ নানা আয়োজনে বৈশাখ উদযাপন করলো বাংলাদেশিদের সংগঠন ‘সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া’। বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। বৈশাখের বর্ণাঢ্য এই আয়োজনে রাশিয়া প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরব হয়েছিল রুশ বন্ধুরাও।

শুরুতেই ‘এসো হে বৈশাখ’ প্রবীর সরকার ও তুলি দেবের নেতৃত্বে সমবেত কণ্ঠে গান গেয়েছেন রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিল্পীগোষ্ঠী। একটু পরেই ‘বৈশাখের বিকেল বেলা’ শিরোনামের গানটির সঙ্গে নেচে দর্শক মাতিয়েছেন মিষ্টি মেয়ে শ্রেয়া দেব। ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের সঙ্গে আদৃতা আজাদের নৃত্য বেশ উপভোগ্য ছিল।

মিষ্টি সুরে ‘আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে’ গান শুনে মুগ্ধ হন শ্রোতারা। শ্রেয়ার ‘রঙিলা বৈশাখ’ গানের সঙ্গে নাচও দর্শকদের অনেক দিন মনে থাকবে! ‘বকুল ফুল’ গানটি শ্রোতাদের মন ছুঁয়ে গেছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রুশ পররাষ্ট্্র মন্ত্রনালয়ের প্রতিনিধি আন্দ্রেই আলেকসান্দ্রভিচ স্তারকভ, আলেকসান্দার পেত্রোভিচ ডিওমেন, ড.সুব্রত ঘোষ, ড. মারিয়ানা ইউরিএভনা মালকভা, ড. আন্না ভ্লাদিমিরভনা কার্নিলভা, সংগঠনের সাধারণ সম্পাদক ড. প্রশান্ত ধর ও পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির পিএইচডি গবেষক বারেক কায়সার। অনুষ্ঠান উপস্থাপন করেন আনিতা বিশ্বাস ও আরমান জলিল।

সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর জলিল শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা চেষ্টা করছি নিজেদের সংস্কৃতিতে বিশ্ব দরবারে তুলে ধরতে। আপনাদের উৎসাহ আমাদের সামনে পথ চলতে সহায়ক হবে। উৎসবে আসার জন্য বিদেশি বন্ধুদের প্রতি আন্তরিক ভালোবাসা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন