প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, সরকার যখন দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত, তখন কিছু মানুষ অপপ্রচার আর সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি জানান, দেশের অগ্রযাত্রা রুখে দিতে এবং সাধারণ মানুষের উন্নয়ন ব্যাহত করতেই এই ষড়যন্ত্র।
আজ বুধবার কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন এবং বেতার।
অনুষ্ঠানে কৃষি ও কৃষকের জন্য তার সরকারের নানামুখী কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের মানুষকে কেন্দ্র করে। যার সুফল মিলছে। করোনা সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার। পাশাপাশি টিকাসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।
গতকাল মঙ্গলবার কৃষকদের অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। করোনা মহামারী পরিস্থিতি কাটিয়ে এবার স্বশরীরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠন। তাই সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কৃষক লীগ।
কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন হয়। সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হন।
আনন্দবাজার/টি এস পি