ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা নিউজপ্রিন্ট মিলসের জায়গায় হবে সার কারখানা

দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডের স্থানে টিএসপি সার কারখানা নির্মাণে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি গতকাল মিলটি পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে টিএসপি সারের ব্যাপক চাহিদা থাকার পড়েও মাত্র একটি কারখানা রয়েছে। অপরদিকে খুলনার শিল্পনগরী হিসেবে একটি ঐতিহ্য রয়েছে। এখানে টিএসপি সার কারখানা নির্মিত হলে সেটি দেশের যেমন চাহিদা মিটাবে, তেমনি এই এলাকার মানুষেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

প্রতিমন্ত্রী এর আগে খুলনার শিরোমনি সারের গোডাউন এবং রূপসা নদীর তীরে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম, পরিচালক (বাণিজ্যিক) মো. আমিনুল আহসানসহ বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন